শুক্রবার (০২ জুলাই) নিজের ফেসবুক পেইজ থেকে করা এক পোস্টে সাব্বির লিখেছেন, ‘ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা।
সাব্বির আরও লিখেছেন, ‘সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকলের সচেতনতাই মুখ্য। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুন। ’
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব। সেখানে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রতিষ্ঠিত ও সচেতন মানুষদেরই এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএইচএম