বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করায় শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। আর এজন্য পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন একটি বাইক।
তবে মজা করতে গিয়েই অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মেন্ডিস। সতীর্থকে নিয়ে বেশ খোশমেজাজে বাইক চালানোর সময় টার্ন নিতে গিয়ে মাঠেই পড়ে যান তিনি। দুজনে উঠতেও পারছিলেন না। সঙ্গে সঙ্গে মাঠের নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে দলকে ২৯৪ রানের সংগ্রহ পাইয়ে দেন। ফিফটির দেখা পান ম্যাথিউসও। জবাবে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ম্যাচটা সাবেক পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এর আগে প্রথম ম্যাচ শেষে বিদায় জানানো হয়েছিল লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে। ওয়ানডে থেকে অবসর নেওয়ার ম্যাচে ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। দলও ৯১ রানে ম্যাচ জিতে ১-০ তে সিরিজে এগিয়ে যায়। তবে ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলে যাবেন মালিঙ্গা।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএইচএম