ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বার্নসের সেঞ্চুরিতে এগোচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
বার্নসের সেঞ্চুরিতে এগোচ্ছে ইংল্যান্ড ররি বার্নস। ছবি: সংগৃহীত

নিজেদের মাঠে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে খুব বেশি দূর যেতে দেয়নি ইংল্যান্ড। ২৮৪ রানেই থামিয়ে দিয়েছে অতিথিদের। ব্যাটিংয়ে নেমে প্রথম দিন বিনা উইকেটে ১০ রান নিয়ে শেষ করে স্বাগতিকরা।

বার্মিংহামে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। মাত্রই বিশ্বকাপ মাতিয়ে আসা জেসন রয় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০ রানেই আউট হয়ে ফেরেন।

জেমস প্যাটিনসনের শিকার হয়ে ফেরেন এই ওপেনার। দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

তবে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন ররি বার্নস ও জো রুট। এই জুটিতে ১৩২ রান যোগ হয়। কিন্তু ৫৭ রান করা পিটার সিডল ফিরতি ক্যাচে ফেরান রুটকে। এরপর ১৮ রান করা জো ডেনলিকে এলবিডব্লিউয়ে প্যাটিনসন ও জস বাটলারকে ৫ রানে ফেরান প্যাট কামিন্স।

ইংল্যান্ড ১৯৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও এক প্রান্ত আগলে রেখেছেন আরেক ওপেনার ররি বার্নস। ২৮২ বলে ১৬ বাউন্ডারিতে ১২৫ রানে অপরাজিত আছেন। সঙ্গে ৩৪ রানে অপরাজিত আছেন বেন স্টোকস।
দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৬৭ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে তারা ১৭ রানে পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।