ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল ছবি:সংগৃহীত

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের সাথে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বাংলাদেশের সাথে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ২২ দিনের সফরে আসবে লঙ্কান দলটি। আগামী ১৬ আগস্ট বাংলদেশে আসবে তারা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ও ১৮ আগস্ট মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করে ১৯ আগস্ট সাভারের বিকেএসপিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ২১ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় একদিনের ম্যাচ।

এরপর ২৪ আগস্ট খুলনার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ।

দুই দিন বিরতির পর ২৭ আগস্ট সেখানেই প্রথম চার দিনে ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল ও শ্রীলঙ্কা ইমার্জিং দল। ৩১ আগস্ট দুই দল চলে যাবে কক্সবাজারে। সেখানে ০৩ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এরপর ০৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা ইমার্জিং দল।

সময়সূচি

তারিখ                      ম্যাচ                   ভেন্যু

 ১৯ আগস্ট    প্রথম একদিনের ম্যাচ         বিকেএসপি

২১ আগস্ট     দ্বিতীয় একদিনের ম্যাচ     বিকেএসপি

২৪ আগস্ট     তৃতীয় একদিনের ম্যাচ     আবু নাসের স্টেডিয়ামে

২৭ আগস্ট    প্রথম চারদিনের ম্যাচ     আবু নাসের স্টেডিয়াম

০৩ সেপ্টেম্বর   দ্বিতীয় চারদিনের ম্যাচ    কক্সবাজার

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘন্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।