ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের সহজেই হারালো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ক্যারিবীয়দের সহজেই হারালো ভারত ছবি:সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারালো ভারত। প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ করলে, জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

যুক্তরাষ্ট্রের লডারহিলে মাত্র ৯৬ রানের টার্গেটে ভারত যে খুব ভালো খেলেছে তা বলা যাবে না। অনেকটা টেস্ট মেজাজে খেলে জয় পেয়েছে তারা।

সর্বোচ্চ ২৪ রান করা ওপেনার রোহিত শর্মা খেলেন ২৫ কল। অধিনায়ক বিরাট কোহলি ১৯ রান করতে খেলেন ২৯ বল। তবে শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে জয় পায় টিম ইন্ডিয়া।

ক্যারিবীয় বোলারদের মধ্যে শেলডন কোটরেল, সুনীল নারাইন ও কেমো পল দুটি করে উইকেট পান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে উইন্ডিজ ব্যাটসম্যানরা। বিশেষ করে অভিষেক ম্যাচ খেলতে নামা নভদীপ সাইনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে কাঁপতে থাকে স্বাগতিকেরা। ৪৯ বলে সমান ৪৯ রান করেন কাইরন পোলার্ড। এছাড়া ২০ রান করেন নিকোলাস পুরান। দলের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতীয় বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।