ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বার্মি আর্মি’র স্লেজিং, ওয়ার্নারের অদ্ভুত জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
‘বার্মি আর্মি’র স্লেজিং, ওয়ার্নারের অদ্ভুত জবাব স্বাগতিক দর্শকদের স্লেজিং'র জবাবে ওয়ার্নারের জবাব-ছবি: সংগৃহীত

‘স্লেজিং’ শব্দটা ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেটে অতি পরিচিত। কিন্তু প্রায়ই এর ঢেউ মাঠ ছাড়িয়ে গ্যালারিতেও আছড়ে পড়ে। বিশেষ করে গ্যালারিতে যদি থাকে ‘বার্মি আর্মি’। ইংল্যান্ডের উগ্র এই সমর্থকরা দলের হয়ে গলা ফাটানোর পাশাপাশি প্রতিপক্ষের খেলোয়াড়দের স্লেজিং করতেও সমান পারদর্শী। এবার তাদের স্লেজিং’র শিকার হয়েছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তিনি যেভাবে জবাব দিয়েছেন, তা এমনকি স্বাগতিক দর্শকদেরও চোখ কপালে তুলে দিয়েছে।

চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট গড়িয়েছে এজবাস্টনে। ম্যাচের তৃতীয় দিনে অদ্ভুত সব পোশাক পরে গ্যালারিতে উল্লাস করতে দেখা গেছে বার্মি আর্মিদের।

একবারে যাকে বলে ‘পার্টি মুড’। আর এসব কিছুর উদ্দেশ্য অজিদের ক্ষেপিয়ে তোলা। এই উল্লাস আর উদযাপনের এক পর্যায়ে বার্মি আর্মি’র নজর পড়ে ডেভিড ওয়ার্নারের দিকে।

ইংলিশদের প্রথম ইনিংসে এক পর্যায়ে ছোটোখাটো ধস নামলে বাউন্ডারি লাইনে দাঁড়ানো ওয়ার্নারকে উদ্দেশ্য করে ইংলিশ সমর্থকরা চেঁচিয়ে বলতে থাকে ‘সবসময় প্রতারণা’, ‘ওর হাতে স্যান্ডপেপার’। এসব বলে আসলে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ‘বল টেম্পারিং’ কেলেঙ্কারির দিকেই ইঙ্গিত করছিল ইংলিশ সমর্থকরা। যে জন্য এক বছর নিষেধাজ্ঞা কাটাতে হলো, সেই ভূত তার পিছুই ছাড়ছে না যেন।

অপমানের জবাব অবশ্য বেশ হাস্যকরভাবেই দিয়েছেন ওয়ার্নার। একেবারে মোক্ষম জবাব যাকে বলে। দর্শকদের দিকে হাসিমুখ করে দুই হাত দিয়ে পকেট বাইরে বের করে দেখিয়ে দিলেন, তার পকেটে বা হাতে কিছুই নেই। নতুন এই ‘ওয়ার্নার কাণ্ড’ ইংলিশ সমর্থকদেরও মন জিতে নিয়েছে।

এদিকে ব্যাট হাতে এখনও স্বরূপে ফিরতে পারেননি ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা স্টিভেন স্মিথ যেখানে প্রথম ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, সেখানে ওয়ার্নার আউট হয়েছেন মাত্র ২ রান করে। দলের দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান। এই ইনিংসেও ব্যাট হাতে ৪৬ রান নিয়ে অপরাজিত স্মিথ। আর তাতে ইংলিশদের বিপক্ষে ৭ উইকেট হাতে রেখে ৩৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।