ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

যে রেকর্ডে মাশরাফির সঙ্গী ওয়াশিংটন সুন্দর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
যে রেকর্ডে মাশরাফির সঙ্গী ওয়াশিংটন সুন্দর মাশরাফি ও ওয়াশিংটন: ছবি-সংগৃহীত

টানা ৪ বছর ধরে একটি রেকর্ড নিজের করে রেখেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতের ১৯ বছর বয়সী অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের প্রথম উইকেট এবং জয়সূচক স্কোর করে দলকে জয় এনে দেওয়ার রেকর্ডটি এখন ভাগাভাগি করছেন এ দুজন। 

মাশরাফি রেকর্ডটি গড়েছিলেন ২০১৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভার করতে এসে ওপেনার সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান ম্যাশ।

ম্যাচটিতে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

এরপর জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে পরাজয়ের সামনে পরে যায় বাংলাদেশ। অষ্টম উইকেটে নেমে ম্যাশ ব্যাট হাতে ২ চার ও ১ ছ্ক্কায় ১২ বলে ১৫ রান করে টাইগারদের জয় এনে দেন।  

এবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাশরাফির রেকর্ডটির পুনরাবৃত্তি করলেন ওয়াশিংটন সুন্দর। ক্যারিবিয়ানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট তুলে নেন সুন্দর। তার চেপে ধরা বোলিং তোপে ৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সুন্দর ১৮ রানে নেন ১ উইকেট।  

টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। অষ্টম উইকেটে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে দলকে জয় এনে দেন সুন্দর। ৫ বলে ১ ছক্কায় ৮ রানে অপরাজিত ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।