ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ছক্কার রাজা গেইলকে টপকে গেলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ছক্কার রাজা গেইলকে টপকে গেলেন রোহিত ক্রিস গেইল এবং রোহিত শর্মা: ছবি-সংগৃহীত

ভারতের বিপক্ষে চলমান দু’টি টি-টোয়েন্টিতে ছিলেন না ক্রিস গেইল। তাতেই বেহাত হয়ে গেল ছক্কার রাজার ছক্কা মারার রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোতে ‘ইউনিভার্সাল বস’কে টপকে গেলেন রোহিত শর্মা।

লাওডারহিলে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত তার ২৪ রানের ইনিংসে ছক্কা মেরেছেন ২টি। রোববার (০৪ আগস্ট) ফ্লোরিডার একই ভেন্যুতে ৬৭ রান করেছেন এই ভারতীয় ওপেনার।

ছক্কা হাঁকিয়েছেন ৩টি। তাতেই গেইলের সিংহাসনের দখল নিলেন ডানহাতি এই ব্যাটসম্যা।

নিজের ৯৬তম আর্ন্তাজাতিক টি-টোয়েন্টিতে সুনীল নারাইনের বলে ডিপ মিড উইকেটে ছক্কা মেরে গেইলের রেকর্ড কেড়ে নেন রোহিত। এরপর ওশানে টমাসের বলে ইনিংসের শেষ ছক্কাটি মারেন তিনি। ৩২ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যানের ছক্কা এখন ১০৭টি। ৫৮ ম্যাচে ক্যারিবিয়ান তারকা গেইলের ছক্কা ১০৫টি। টি-টোয়েন্টিতে ৭৬ ম্যাচে ১০৩টি ছক্কা মেরে তিনে আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

এছাড়া টি-টোয়েন্টিতে আগে থেকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত। ক্রিকেটের এই স্বল্প দৈর্ঘের ম্যাচে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরিও আছে তার।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।