ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানেই বসবে পিএসএলের পুরো আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
পাকিস্তানেই বসবে পিএসএলের পুরো আসর ছবি:সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দেশটির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ২০২০ সালে পাকিস্তানেই আয়োজন হবে। এবার আসরটির পঞ্চম এডিশন অনুষ্ঠিত হবে।

৩৪ ম্যাচের এই টুর্নামেন্টের জন্য লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডিকে মনোনীত করা হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাতকে ব্যাক-আপ ভেন্যু হিসেবে রাখা হয়েছে।

ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে ২০ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর লাহোর আয়োজন করবে সর্বোচ্চ ১৩টি ম্যাচ।

২০০৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা মুলতান টুর্নামেন্টের জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। আর সংস্কার করা রাওয়ালপিন্ডিও প্রস্তুত বলে জানা যায়।

এর আগে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিএসএলের কিছু ম্যাচ দেশে আয়োজন করেছে পিসিবি। ২০১৭ সালে গাদ্দাফি স্টেডিয়ামে আসরটির ফাইনাল হয়েছিল। আর সর্বশেষ আসরে করাচি ও লাহোর মিলে চারটি ম্যাচ আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।