২০১২ ও ২০১৩ সালের মাঝে প্রোটিয়াদের টি-টোয়েন্টি কোচ ছিলেন ডোমিঙ্গো। বুধবার (০৭ আগস্ট) সকালে তিনি ঢাকায় পা রাখেন।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, ডোমিঙ্গো খণ্ডকালীন চাকরির শর্ত না দিলে, তাকেই প্রধান কোচ হিসেবে রেখে দেওয়া হতে পারে। তিনি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে এর আগেও বাংলাদেশ সফর করেছেন।
সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ শেষে টাইগারদের হেড কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করে বিসিবি। তিনি ছাড়াও দলের আরও কয়েকজন সহকারী কোচকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার চার্ল লেঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন বোলিং কোচ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমএস/আরএআর