ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেক দ.আফ্রিকা কোচ ডোমিঙ্গোর সাক্ষাৎকার নেবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
সাবেক দ.আফ্রিকা কোচ ডোমিঙ্গোর সাক্ষাৎকার নেবে বিসিবি রাসেল ডোমিঙ্গো-ছবি:সংগৃহীত

হেড কোচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের পরই বিজ্ঞপ্তি দেয়। তবে এখনও কোনো কোচের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু এরইমধ্যে ঢাকায় সাক্ষাৎকার দিতে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক টি-টোয়েন্টি কোচ রাসেল ডোমিঙ্গো। যদিও প্রধান কোচের দায়িত্বের জন্য তার সাক্ষাৎ নেওয়া হবে কিনা তা পরিস্কার করে জানায়নি বিসিবি।

২০১২ ও ২০১৩ সালের মাঝে প্রোটিয়াদের টি-টোয়েন্টি কোচ ছিলেন ডোমিঙ্গো। বুধবার (০৭ আগস্ট) সকালে তিনি ঢাকায় পা রাখেন।

জানা যায়, আগামীকালই ঢাকা ত্যাগ করবেন।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, ডোমিঙ্গো খণ্ডকালীন চাকরির শর্ত না দিলে, তাকেই প্রধান কোচ হিসেবে রেখে দেওয়া হতে পারে। তিনি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে এর আগেও বাংলাদেশ সফর করেছেন।

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ শেষে টাইগারদের হেড কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করে বিসিবি। তিনি ছাড়াও দলের আরও কয়েকজন সহকারী কোচকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার চার্ল লেঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন বোলিং কোচ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।