ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে বললেন মুশফিক  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে বললেন মুশফিক   মুশফিকুর রহিম।ফাইল ছবি- বাংলানিউজ

সারা দেশেই ডেঙ্গু জ্বরের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েক বছরের চেয়ে চলতি বছরে এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। এর প্রভাব থেকে বাঁচার জন্য সমাজের সবস্তরের মানুষই সচেতন হয়ে উঠছে। এবার ডেঙ্গু সচেতনতায় বার্তা দিলেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহিম বলছি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে।

এই অবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়াটা খুব জরুরি। ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি রোগ, এডিস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবার আগে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। ’

এর আগে ডেঙ্গু সচেতনতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাব্বির রহমানও ডেঙ্গু সচেতনতায় কথা বলেছেন।

এবারের বর্ষায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এতে ডেঙ্গু মোকাবিলা কঠিন হয়ে যাচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। হাসপাতাল-ক্লিনিকগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমতাবস্থায় সবার সচেতনতা অনেক বেশি জরুরি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।