ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ ম্যাচ।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ডাবল লেগপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ফাইনালের আগে প্রস্তুতিটা ভালোই হলো টাইগার যুবাদের। 

কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পরে ম্যাচটি পরিত্যক্ত হয়।

২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারায় টাইগার যুবারা। এরপর দলীয় ১২ রানে প্রান্তিক নওরোজের উইকেট হারায় জুনিয়র টাইগাররা। ৫.৫ ওভারে ২ উইকেটে ১৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর সামীর রিজভি ও সুবাং হেজের ব্যাটে সেই চাপ সামাল দেয় ভারত। শেষ পর্যন্ত ২৪৪ রানে অলআউট হয় ভারতীয় যুবারা। হেজ ৬৯ ও রিজভি ৪৪ রান করেন। এছাড়া ডিভিইয়াশ সাক্সেনা ৩৭ রান করেন।  

বাংলাদেশের শরিফুল ইসলাম, অভিষেক দাস ও শামিম হোসাইন তিনটি এবং শাহিন আলম একটি উইকেট নেন।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
আরএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।