ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠেই উইলিয়ামসনের জন্মদিন উদযাপন লঙ্কান সমর্থকদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
মাঠেই উইলিয়ামসনের জন্মদিন উদযাপন লঙ্কান সমর্থকদের উইলিয়ামসনকে জন্মদিনের কেক খাওয়াচ্ছে লঙ্কান সমর্থকরা: ছবি-সংগৃহীত

আজীবন স্মরণীয় করে রাখার মতো এক জন্মদিন পালন করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তাও প্রতিপক্ষ শ্রীলঙ্কার সমর্থকদের সঙ্গে। দর্শকদের সঙ্গে মাঠের মধ্যে কেক খেয়ে ২৯তম জন্মদিন পালন করেছেন উইলিয়ামসন।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলতে লঙ্কা সফরে গেছে নিউজিল্যান্ড। সাদা পোশাকের মূল লড়াইয়ের আগে বৃহস্পতিবার (০৮ আগস্ট) তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামে ব্ল্যাক ক্যাপসরা।

এদিন ছিল উইলিয়ামসনের জন্মদিন। ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের জন্মদিন ভুলেনি স্বাগতিক লঙ্কান সমর্থকরা। মাঠের মধ্যে কেক নিয়ে আসে তারা। ম্যাচের এক পর্যায়ে উইলিয়ামসনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক খাওয়ান লঙ্কান সমর্থকরা।  

উইলিয়ামসনকে জন্মদিনের কেক খাওয়াচ্ছে লঙ্কান সমর্থকরা: ছবি-সংগৃহীত ১৯৯০ সালের ৮ আগস্ট নিউজিল্যান্ডের তাওরাঙ্গাতে জন্মগ্রহণ করেন উইলিয়ামসন। এই কিউই তারকা বিবেচিত হোন বর্তমান ক্রিকেটে একজন ‘পরিপূর্ণ ব্যাটসম্যান’ হিসেবে।

প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩২৩ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৪ আগস্ট, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।