ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কন্যা সন্তানের বাবা হলেন সোহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
কন্যা সন্তানের বাবা হলেন সোহান ছবি: সংগৃহীত

অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন। তবে ঘরোয়া লিগ, বাংলাদেশ ‘এ’ ও হাইপারফরমেন্স দলের হয়ে খেলে যাচ্ছেন নিয়মিত। জাতীয় দল থেকে দূরে থাকলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের জীবনে এলো দারুণ এক সুসংবাদ। 

বুধবার (০৭ আগস্ট) রাজধানীর স্কোয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্য দেন সোহানের স্ত্রী তাসনিম ইসলাম লিসা। বাচ্চা এবং মা দুজনই বর্তমানে সুস্থ আছেন।

নিজের আনন্দ ভাগ করে নিয়ে সোহান বাংলানিউজকে বলেন, ‘মা-বাচ্চা দুজনই সুস্থ আছে। দোয়া করবেন আমাদের জন্য। ’

২০১৭ সালের জুন মাসে খুলনার পাত্রী লিসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহান। পূর্ব পরিচিত দুজন একই সঙ্গে পড়াশুনা করেছেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনার নর্দান ইউনিভার্সিটিতে।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।