ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও কেকেআরে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আবারও কেকেআরে ম্যাককালাম ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচ বছর মাঠ মাতিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম। এর মধ্যে ২০০৯ সালে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। আবারও সেই কেকেআরে ফিরেছেন ম্যাককালাম। তবে এবার নিচ্ছেন সহকারী কোচের দায়িত্ব।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই কেকেআরে যোগ দেন ম্যাককালাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।

এবার কলকাতার দলের সহকারী কোচ হতে চলেছেন ম্যাককালাম, এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম জানাচ্ছে, এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। যদিও কোনোপক্ষই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

কিছুদিন আগে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।