ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এমসিসি সভায় থাকছেন না সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমসিসি সভায় থাকছেন না সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

মায়ের অসুস্থতার কারণে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী সভায় উপস্থিত থাকতে পারবেন না সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের লর্ডসে আগামী ১১ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হবে এই এমসিসি’র সভা।

এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমার মায়ের শরীর ভালো নেই। তাকে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া প্রয়োজন।

ফলে আমি এমসিসি’র সভায় উপস্থিত থাকতে পারবো না। ’

ক্রিকেটে সকল নিয়ম কানুন ও রীতিনীতি নিয়ন্ত্রণ করে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এমসিসি। এরপর ১৮১৪ সালে ইংল্যান্ডে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এর কার্যালয় নিয়ে আসা হয়। বাংলাদেশের সাকিব আল হাসানও এই এমসিসি’র সদস্য।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।