ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নারী দল ঘোষণা ছবি:সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সালমা খাতুনের নেতৃত্বে এই দলে জায়গা হারিয়েছেন লতা মন্ডল। এছাড়া ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ।

লতাকে অবশ্য স্ট্যান্ডিং হিসেবে রাখা হয়েছে। এই তালিকায় অন্যরা হলেন শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন।

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ডকে। ৩১ অগাস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের প্রথম ম্যাচ। পরে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ও স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর মাঠে নামবে জাহানারারা।

আসরে ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ৫ সেপ্টেম্বর শেষ চারের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ম্যাচ ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গত আসরে বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশের মেয়েরা।

বাছাইপর্বের আগে ১৫ অগাস্ট নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়বে মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ওই ক্যাম্পে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা তুল কুরবা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা, শামিমা সুলতানা।

স্ট্যান্ডিং: লতা মণ্ডল, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।