২০১০ সালের কথা। কোনো কিছু না ভেবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন মোহাম্মদ মহসিন।
বাংলানিউজের সঙ্গে মহসিনের কথা হলো ঈদ ও ক্রিকেটের পরিকল্পনা নিয়ে-
ঈদের পরিকল্পনা কী?
মহসিনঃ ঈদে আসলে তেমন পরিকল্পনা নেই। বাসাতেই আছি। গরু কাটাকাটি, এই তো।
শৈশবের ঈদের স্মৃতি
নতুন জামা পেতাম, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, মাঠে খেলতে যাওয়া। এসবই তো। যা করে আরকি বাচ্চারা।
এখনকার ঈদ কেমন কাটে?
এই তো ঘোরাঘুরি করি সময় পেলে। বাসায় মেহমান আসলে সময় দেই।
ঈদের পর ক্রিকেট নিয়ে কী কী পরিকল্পনা?
একটা লিগ করার পরিকল্পনা আছে। ফরম্যাটটা বিপিএলের মতো, তবে শুধু বিদেশি ক্রিকেটার থাকবে না। সারা দেশের হুইলচেয়ার ক্রিকেটারদের সুযোগ থাকবে এই লিগে অংশ নেওয়ার। আপাতত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ নিয়ে আয়োজন করার পরিকল্পনা। ভবিষ্যতে যদি আরও দল বাড়ে তাহলে তো ভালো।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমকেএম/এমএমএস