হাঁটুর ইনজুরির কারণে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের শীর্ষ উইকেট সংগ্রাহক স্টার্ক চলতি অ্যাশেজের প্রথম ম্যাচের দলে ছিলেন না। তার বদলে সুযোগ পাওয়া প্যাটিনসন বল হাতে মাত্র ২ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
দলে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি হিসেবে ১২ জনের স্কোয়াডে স্টার্ককে যুক্ত করেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে ফক্স স্পোর্টসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, মূল একাদশে তার বদলে সুযোগ পাবেন হ্যাজেলউড। অর্থাৎ, ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টের দলে প্যাটিনসন ছাড়া বাকি সবার জায়গা প্রায় পাকা।
প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফট ফের জুটি বাঁধার সুযোগ পাচ্ছেন। তবে অজিদের মূল ভরসা সেই স্টিভ স্মিথই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো স্মিথ নিশ্চয়ই এই টেস্টেও ফর্ম টেনে নিতে চাইবেন। তবে ওয়ার্নারের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন ল্যাঙ্গার।
লর্ডস টেস্টের অস্ট্রেলিয়া দল:
ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথিউ ওয়েড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, পিটার সিডল, নাথান নায়ন, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএইচএম