ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় লর্ডসে টসও হয়নি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
বৃষ্টি বাধায় লর্ডসে টসও হয়নি ছবি:সংগৃহীত

ভারী বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে টস পর্যন্ত গড়াতে পারেনি। আগামীকাল একই টেস্টের দ্বিতীয় দিন স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৪ আগস্ট) পাঁচ ম্যাচ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। তবে কয়েকদফা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়।

আম্পায়াররা মাঠে বেশ কয়েকবার পর্যবেক্ষণে এলেও কোনো সুখবর দিতে পারেননি।

এর আগে এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।