ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

২৪৯ রানে নিউজিল্যান্ডকে আটকে দিলেন লাকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
২৪৯ রানে নিউজিল্যান্ডকে আটকে দিলেন লাকমল ছবি:সংগৃহীত

গল টেস্টের দ্বিতীয় দিনে ৪৬ রান যোগ করতেই অলআউট নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়াল ২৪৯। আগের দিনের ৮৬ রানে অপরাজিত থাকা রস টেইলর আর কোনো রান যোগ না করেই সুরাঙ্গা লাকমলের বলে নিরোশান ডিকভেলার কাছে ক্যাচ দেন। লাকমল কিউইদের বাকি পাঁচ উইকেটের চারটিই নিজের করে নেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ২০৩ করা নিউজিল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। তবে আগের দিনের আকিলা ধনাঞ্জয়ার পর এদিন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একাই দাপট দেখান পেসার লাকমল।

একে একে তুলে নেন টেইলর, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট ও এজাজ প্যাটেলকে। টিম সাউদি রান আউটের শিকার হন।

টেইলর ১৫৫ বলে ৬টি চারে সেই ৮৬ রানেই আউট হন। সাউদি ১৪ ও বোল্ট ১৮ রান করেন। আর উইল সামালভিল ৯ রানে অপরাজিত থাকেন। আকিলা প্রথম দিনে কিউইদের পাঁচ উইকেটের সবকটিই তুলে নিয়েছিলেন। আর দ্বিতীয় দিন পিচে আগুন ছড়ালেন লাকমল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৯ ওভারে বিনা উইকেটের ২২ রান করেছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।