শুক্রবার (১৬ আগস্ট) ৫৭ বছর বয়সী সাবেক ভারতীয় ক্রিকেটারকে কোচ হিসেবে পুনঃনিয়োগ দেওয়ায় সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইয়ে দেন দলটির সমর্থকরা।
এএনখোনা নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘অন্য দলের টুর্নামেন্ট জেতার ভাল সুযোগ, আমরা বিশ্ব আসরগুলোতে সেমিফাইনালে খেলতে পেরে খুশি থাকব।
হার্দিচ নামের আরেক ভারতীয় সমর্থক টুইটারে রোহিত শর্মার মাথায় হাত দেওয়া হতাশ মুখের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভারতীয় সমর্থকদের প্রতিক্রিয়া। ’
টুইটারে আরেক ভারতীয় স্বন্দীপ চামোলি লিখেছেন, ‘এটা ভারতের জন্য ভাল কিছু হচ্ছে না। সুতরাং এটা আনুষ্ঠানিক যে, এখন থেকে ভারত ৩-৪ বছর আইসিসির কোনো শিরোপা জিতবে না।
রবি শাস্ত্রীকে দুই বছরের জন্য কোচ হিসেবে পুনঃনিয়োগ দিয়েছে বিসিসিআই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পযর্ন্ত তিনি কোচের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
ইউবি