পাকিস্তানের প্রধান নির্বাচক পদে দেশটির সাবেক লেগ-স্পিনার আবদুল কাদির এবং সাবেক পেসার আকিব জাভেদকে চান সরফরাজ।
৭০ বছর বয়সী সরফরাজ জানান, পাকিস্তানের কোচিং স্টাফ নিজ দেশের হওয়া উচিৎ।
পাকিস্তানের গণমাধ্যম ডন’কে সাবেক এই সুইং কিংবদন্তি বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদেশী কোচরা পাকিস্তানে থাকেন না। তদুপরি ঘরোয়া ক্রিকেটে খেলা প্রতিভাবান ক্রিকেটারদের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে খুঁজে বের করতে তারা তেমন আগ্রহী হোন না। অতএব কোনো বিদেশী কোচ পাকিস্তানের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে কাজ করতে পারেন না। আমি এ কারণেই বিশ্বাস করি, ক্রিকেটের উন্নতির জন্য প্রতিভাবান পাকিস্তানি কোচদের প্রধান, ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিৎ। ’
বাংলাদেশ সময়; ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ইউবি