ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
বাংলাদেশ সফরে আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা আফগানিস্তান ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশে এখনও চলছে প্রাথমিক দলের ৩৫ জন নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। এরই মধ্যে আফগানিস্তান তাদের বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের অফিশিয়াল টুইটারে আফগানিস্তান স্কোয়াড প্রকাশ করেছে।

একমাত্র টেস্টের স্কোয়াড: 
রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমাদি, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান এবং কাইস আহমেদ।

 

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড: 
রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফুদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবদিন নাঈব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফাজাল নিয়াজাই, দৌলত জাদরান, নাভিন উল হক এবং রহমানউল্লাহ গুরবাজ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।