ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত মুমিনুল মুমিনুল হক/ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ছয় মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়বে না। আগামী সেপ্টেম্বরে ভারতে বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্টের চ্যাম্পিয়নশিপের যাত্রা। তার আগে আফগানদের বিপক্ষে প্রস্তুতির সুযোগ পাচ্ছে টাইগাররা।

১৯ আগস্ট থেকে শুরু হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প শেষ হয় বৃহস্পতিবার (২২ আগস্ট)। এই ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা।

ক্যাম্প শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টেস্ট দলের অপরিহার্য সদস্য মুমিনুল হক।  

আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মুমিনুল। বললেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি হিসেবে একটা ম্যাচ পাচ্ছি এটা সবার জন্য ভালো। টেস্টে মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়। আর শারীরিকভাবেও ফিট থাকতে হয়। আমার ব্যক্তিগতভাবে সমস্যা হওয়ার কথা না। খেলার মধ্যেই আছি। কয়েকদিন আগেও ভারতে মিনি রঞ্জি ট্রফিতে খেলে এসেছি, খেলার মধ্যে থাকলে বিষয়টি সহজ হয়ে যায়। '

নতুন কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে পাওয়া পরামর্শ পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল জানান, 'সেভাবে এখনো কোন কিছু চিন্তা করিনি। সবারই কিন্তু ব্যক্তিগত কোচ থাকে। এমন না যে ওনার কাছ থেকে সবকিছু নিতে হবে। উনি যেটা পরামর্শ দেবেন আমার জন্য যেটা ভালো হবে সেটাই নেওয়ার চেষ্টা করবো। '

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় বাংলাদেশের জন্য ইতিবাচক বলেই মনে করেন মুমিনুল, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। কারণ আমাদের এখানে টেস্ট ক্রিকেটকে তেমন ফোকাস করা হয় না। সেই দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য ভালো হয়েছে। '

টেস্টের মতো ওয়ানডেতেও দলে স্থায়ী হতে চান মুমিনুল। তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটের জন্য বসে থাকলে হয় না, অনুশীলন চালিয়ে যেতে হয়। যে জায়গায় ইম্প্রুভ করা দরকার সে জায়গায় কাজ করতে হয়। এজন্য বাড়তি অনুশীলন করি।  টেস্টে যদি ভালো এভারেজ নিয়ে যেতে পারি কিংবা বিপিএলে যদি ভালো অবস্থান তৈরি করতে পারি, তাহলে হয়তো (ওয়ানডেতে) সুযোগ আসতে পারে। '

টেস্ট ক্রিকেট খেলতে হলে মানসিকভাবে প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুমিনুল, 'আমার কাছে মনে হয় পুরো বিষয়টা হলো মানসিক। আপনি যেখানেই যান আপনি যদি মানসিকভাবে ঠিক থাকেন, প্রস্তুত থাকেন তাহলে যেখানেই যান না কেনো পারফর্ম করাটা সহজ হয়। '

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।