ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসরের প্রশ্নে ক্ষেপে গেলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
অবসরের প্রশ্নে ক্ষেপে গেলেন হাফিজ মোহাম্মদ হাফিজ। ছবি: সংগৃহীত

কখনও বাজে পারফরম্যান্সে দল থেকে বাদ পড়া আবার কখনও বোলিংয়ের জন্য নিষেধাজ্ঞা। পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের আলোচনায় আসার বিষয়ের অভাব নেই। এবার আলোচনায় তার অবসর। আর তাতেই ক্ষেপে উঠলেন এই ক্রিকেটার।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে হাফিজের নামের পাশে নেই উল্লেখ করার মতো পারফরম্যান্স। বাদ পড়েছেন দেশের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্ত জিজ্ঞেস করে ফেললেন, কবে অবসর নিচ্ছেন হাফিজ?

আর এই প্রশ্নেই ক্ষেপে গেলেন এই অলরাউন্ডার।  

ভক্তের অবসর প্রশ্নে হাফিজ বলেন, ‘ছেড়ে দেওয়া শব্দের অর্থের সঙ্গে আমি পরিচিত নয়। আমার ক্যারিয়ার, আমার ইচ্ছা, যখন মন চাইবে তখন ইতি টানব। ’

বর্তমানে ৩৮ বছর বয়স হাফিজের। গত বছর ডিসেম্বরে ছেড়েছেন টেস্ট ফরম্যাট। দীর্ঘদিন ভালো পাফরম্যান্স নেই সীমিত ওভারের ক্রিকেটে। তাই স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসে তার অবসরের বিষয়টি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।