ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিরা পেলেন নতুন ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
কোহলিরা পেলেন নতুন ব্যাটিং কোচ ভারতের নতুন ব্যাটিং কোচ। ছবি-সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপের পর একাধিক দেশের ক্রিকেট কোচিং স্টাফে এসেছে বড় রকমের রদবদল। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরও কিছু দেশ তাদের ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়। তারই অংশ হিসেবে বিরাট কোহলিদের জন্য এবার নিয়োগ দেওয়া হল নতুন ব্যাটিং কোচ।

বিশ্বকাপের পরপরই সঞ্জয় বাঙ্গারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে। তার মেয়াদকালে ভারতের ব্যাটসম্যানদের দক্ষতা খুব একটা বাড়েনি বলেই অভিযোগ।

এক কোহলি ও চেতেশ্বর পূজারা ছাড়া বাকিরা কেউই ধারাবাহিক নয়। অনেক সময়ই কম-বেশি ফর্মহীনতায় ভুগেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। এছাড়া ব্যাটিং লাইন আপ পরিবর্তনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এমনসব কারণ দেখিয়েই বিশ্বকাপের পর বাদ দেওয়া হয় বাঙ্গারকে।

নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম রাঠোর। আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত মুখ নন তিনি। জাতীয় দলে মাত্র ৬ টেস্ট ও ৭ ওয়ানডে খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে ছিলেন একজন প্রসিদ্ধ ক্রিকেটার। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের হয়ে ১৪৬ ফার্স্ট ক্লাস ম্যাচে ১১ হাজার ৪৭৩ রানের মালিক রাঠোর।  

হেড কোচ শাস্ত্রীর পাশাপাশি চুক্তি নবায়ন করা হয়েছে বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।