ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেসারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
পেসারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বিসিবি অনুশীলনে পেসাররা। ছবি: শোয়েব মিথুন

দেশের মাটিতে বরাবরই বাংলদেশ এক শক্ত প্রতিপক্ষের নাম। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় পরাশক্তিরাও দেশের মাটিতে ধরাশায়ী হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও আশা দেখায় না। বিশেষ করে পেস বোলাররা থাকেন নিষ্প্রভ। সেই পেসাদের নিয়ে এবার পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৬ আগস্ট) নির্বাচক হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের জানান পেসারদের নিয়ে পেস বোলিং কোচের সাথে নতুন পরিকল্পনা করছেন তারা। সুমন বলেন, পেস নিয়েতো চিন্তা করতেই হবে।

আমরা যদি অ্যাওতে ম্যাচ জিততে চাই পেস বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই দেখেছি যে আমরা দেশের মাটিতে কোনো সমস্যা হয় না। স্পিনাররা ভালো করে কিন্তু আমরা যখন দেশের বাহিরে যাই তখন পেস বোলারদের খুব দরকার হয়। সেটা সেও (ল্যাঙ্গেভেল্ট) জানে, সেটা নিয়ে আলোচনা করছি ফিউচার প্ল্যান নিয়ে। 'পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে তাসকিন।  ছবি: শোয়েব মিথুনপেস বোলইং কোচ কতটুকু আগ্রহী তা নিয়ে বাশার বলেন, হি ইজ এক্সাইটেড, সে অনেককে দেখতে চাচ্ছে আমাদের ইয়ং যারা আছে এইচপিতে আছে ওদেরকে দেখাবো আমাদের যেহেতু এইচপিতে বোলিং কোচ কাজ করছে কাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি কারা বেশি প্রমিনেন্ট সেটা যেন ওর মাথায় থাকে এগুলো নিয়েই ফিউচার প্ল্যান করবো। '

আফগানিস্তনের বিপক্ষে খেলছেন না ওপেনার তামিম ইকবাল। ওপেনিং জুটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বাশার বলেন, আমাদের নিয়মিত ওপেনার তামিম ইকবাল কিন্তু এই সিরিজে খেলছেন না। তামিমতো আমাদের হয়ে অনেক দিন হলো ওপেন করছে সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স ও প্রুভেন কিন্তু একজন ওপেনার শাদমান ইসলামকে খেলিয়েছি যিনি কিন্তু ভালো করেছে। সাথে এখনও কিন্তু আমরা সিদ্ধান্ত নেইনি যে পুরাতন কাউকে দেখবো নাকি একদম নতুন কাউকে ট্রাই করবো নতুন একটা ওপেনিং জুটি স্টার্ট করবো ফিউচারের কথা চিন্তা করে এটা নিয়ে আসলে আলোচনা চলছে। '

টেস্ট টিম নিয়ে আলোচনা প্রায় হয়ে গেছে। দল ঘোষণা আসতে পারে এ মাসের শেষের দিকে। তিনি বলেন, ‘টেস্ট টিম নিয়ে আমরা আলোচনা করেছি। কোচ এবং ক্যাপ্টেনের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা মোটামুটি ভাবে একটা চিন্তা ভাবনা করেছি কেমন হতে পারে। কিন্তু আমরা একটু সময় নিচ্ছি যেহেতু আমাদের হোমে খেলা সম্ভবত ৩০ কিংবা ৩১ তারিখে মূল দল দিয়ে দেবো। '

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।