ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চ জাগিয়েও পারল না শ্রীলঙ্কা, সিরিজ সমতায় কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
রোমাঞ্চ জাগিয়েও পারল না শ্রীলঙ্কা, সিরিজ সমতায় কিউইরা ১-১ ব্যবধানে সমতা নিয়ে শেষ করলো কিউইরা-ছবি:সংগৃহীত

হেডেংলির অ্যাশেজ টেস্ট দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। বীরত্ব দেখিয়ে একদিন আগেই ইংল্যান্ডকে হারের হাতে থেকে বাঁচিয়ে একেবারে জয় এনে দেন বেন স্টোকস। একদিন পর কলম্বোয় শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিল টেস্ট ড্র করার। কিস্তু রোমাঞ্চ জাগিয়েও পারল না স্বাগতিকরা। নিউজিল্যান্ডের কাছে হেরে গেল এক ইনিংস ও ৬৫ রানের বড় ব্যবধানে। এরই ফলে দুই ম্যাচ সিরিজের শেষটি জিতে ১-১ ব্যবধানে সমতা নিয়ে শেষ করলো কিউইরা।

বৃষ্টি বিঘ্নিত এই টেস্টের শেষ দিনই ১০ উইকেট হারালো শ্রীলঙ্কা। সফরকারী বোলারদের তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় লঙ্কানরা।

নিরোশান ডিকভেলা ৫১ রান করে ম্যাচ বাঁচানোর কিছুটা আশা জাগালেও শেষ দিকে টম ল্যাথামের দারুণ এক ক্যাচে এজাজ প্যাটেলের বলে আউট হন। তবে আর ২০ ওভার কোনো রকমে খেলতে পারলেই ড্র করে সিরিজ নিজেদের করে নিতে পারতো শ্রীলঙ্কা।

কিউই বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, এজাজ প্যাটেল ও উইল সামালভিল। আর কলিন ডি গ্র্যান্ডহোম একটি উইকেট দখল করেন।

সোমবার পি সারা ওভালে এর আগে দিনের শুরুতে ফের নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ৫ উইকেট হারিয়ে ৩৮২ করা নিউজিল্যান্ড। আগের দিনে ৮২ রানে অপরাজিত থাকা বিজে ওয়াটলিং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি ২২৬ বলে ৯টি চারে ১০৫ রানে অপরাজিত থাকেন। তবে সেঞ্চুরি বঞ্চিত কলিন ডি গ্র্যান্ডহোম ৮৩ রানেই বিদায় নেন। পরে ৪৩১ রানে বড় সংগ্রহ পাওয়া কিউইরা ৬ উইকেটে ইনিংস ঘোষণা করে।

শ্রীলঙ্কা এর আগে নিজেদের সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৪৪ রান করে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।