ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো ইমার্জিং দলের চার দিনের ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
শুরু হলো ইমার্জিং দলের চার দিনের ম্যাচ ছবি:বাংলানিউজ

খুলনা: বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ শুরু হয়েছে। রৌদ্রজ্জ্বল আবহাওয়াতে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে এ খেলা শুরু হয়। এর আগে টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। এবার চারদিনের সিরিজে মাঠে নেমেছে দুই দল।

যেখানে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের ব্যার্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায়। অপরদিকে শ্রীলঙ্কা ইমার্জিং দলের লক্ষ্য ওয়ানডে সিরিজের জয়ের ধারা অব্যহত রাখা।

সর্বশেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল বড় ব্যবধানে হারলেও সাইফ হাসান দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অর্ধশত রান করেছিলেন আফিফ হোসেন ধ্রুব। এর মধ্যে সাইফ হাসান আছেন জাতীয় দলের ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার ও অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত। বোলিংয়েও সেভাবে সাফল্য ধরা দেয়নি। তবে চারদিনের ম্যাচে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী সাইফ।

জয়ের আশা শ্রীলঙ্কার অধিনায়ক চিরাথ আসালাঙ্কারও।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ সেপ্টেম্বর থেকে। সফর শেষে ৭ সেপ্টেম্বর ফিরে যাবে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।