ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জ্যামাইকা টেস্টে ফিরছেন কেমো পল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
জ্যামাইকা টেস্টে ফিরছেন কেমো পল! কেমো পল। ছবি: সংগৃহীত

গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে উঠছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কেমো পল। তাই ভারতের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ফেরার সম্ভাবনাও বাড়ছে তার। তিনি ফিরলে বাদ পড়বেন তার পরিবর্তে খেলা মিগুয়েল কামিন্স।

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আসছে আরও একটি পরিবর্তন। গোড়ালির চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত উইকেটরক্ষক শেন ডওরিচ।

প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান শাই হোপ। ডওরিচের জায়গায় জ্যামাইকা টেস্টে ডাক পেয়েছেন জামার হ্যামিল্টন।  

প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ৩১৮ রানের বড় ব্যবধানে হারা স্বাগতিক উইন্ডিজ আগামী শুক্রবার কিংস্টনে নামবে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে।

দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল:

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইস, রাকিম কর্নওয়েল, জামার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), কেমো পল, কেমার রোচ।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।