ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মায়ের জন্য ক্রিকেট খেলি: ফরহাদ রেজা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
মায়ের জন্য ক্রিকেট খেলি: ফরহাদ রেজা অনুশীলন শেষে সংবাদিকদের সাথে কথা বলেন অলরাউন্ডার ফরহাদ রেজা-ছবি: শোয়েব মিথুন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয় গত ১৯ আগস্ট। তবে ঢাকায় অনুশীলনের শেষ দিন কাটলো বুধবার (২৮ আগস্ট)। আগামীকাল বিশ্রামের পর ৩০ ও ৩১ আগস্ট প্রাথমিক দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপরই টেস্টের জন্য বাংলাদেশ দল চট্টগ্রাম যাবে।

অনুশীলন শেষে সংবাদিকদের সাথে কথা বলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। নতুন কোচের অধীনে কাজ করতেও ভালো লাগছে বলে জানান তিনি।

তবে পেস বোলিং নিয়ে বেশি কাজ করেছেন প্রাথমিক দলের সদস্যরা।

বোলাররা পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের কাছ থেকে কতটুকু শিখতে পারছেন এনিয়ে প্রশ্নের জবাবে ফরহাদ রেজা বলেন, ‘আলহামদুলিল্লাহ্ সবাই ভালো করছে। আজকে সবাই পুরাতন বলে বল করেছে। তবে অমাদের প্রধান কাজ একই জায়গায় বল করা, যেটা সব কোচই বলে, সেও এই দিকে গুরুত্ব দিচ্ছে। একই জায়গায় বল করার অভ্যাসটা তৈরি করতে পারলে সব জায়গায় আমরা বল করতে পারবো। ’

ঘরোয়া ক্রিকেটে ফরহাদ রেজার অলরাউন্ড পারফরম্যান্স চোখে পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে তার ক্যারিয়ার সমৃদ্ধ না। তবুও নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। বলেন, ‘এটা (দলে থাকা) তো আমার হাতে না। আমার কাজ হলো শুধু পারফর্ম করা, চেষ্টা করে ভালো খেলা এরপরও যদি না হয় তো সেখানে আমরা কিছু করার নেই। ’

গত দুই সিরিজে দলে থাকলেও একাদশে জায়গা পাননি ফরহাদ রেজা। তবে প্রতিনিয়তই নিজেকে প্রস্তুত করছেন নিজেকে। তিনি জানান, ‘শেখার কোনো শেষ নেই। প্রতিদিনিই নিজেকে প্রস্তুত রাখছি। আমি ক্রিকেট খেলি দুই জনের জন্য। একজন হলো আমার মা, আরেক জনের নাম বলবো না। ওরা অপেক্ষা করে যে কখন খেলবো আমি। সেজন্যই নিজেকে সবসময় ফিট রেখেছি খেলার জন্য। ’

আগামী ৩০ অথবা ৩১ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করবে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অাগস্ট ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।