ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

স্মিথ-স্টার্কদের অধিনায়ক খাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
স্মিথ-স্টার্কদের অধিনায়ক খাজা উসমান খাজাচ। ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আছে সমতায়। ৪ সেপেটেম্বর চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডার্বিশায়ারের বিপক্ষে সফরের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া একাদশ। তিনদিনের এই ম্যাচে অজিদের নেতৃত্বে থাকবেন উসমান খাজা।

এ প্রস্তুতি ম্যাচে ফিরছেন স্টিভেন স্মিথ। দলে ডাকা হয়েছে বিশ্বকাপে দারুন পারফরম্যান্স করা অ্যালেক্স ক্যারি।

তবে বিশ্রামে থাকবেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক টিম পেইন, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন ও নাথান লায়ন। অ্যাশেজের শেষ দুই ম্যাচের আগে তাদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

দলের বেশিরভাগ ক্রিকেটার না থাকায় সাসেক্স থেকে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ক্যারি। বিশ্বকাপের পর থেকে সাসেক্সে খেলে আসছেন ক্যারি।

লর্ডস টেস্টে ইনজুরিতে পড়ায় হেডিংলি টেস্ট খেলতে পারেননি স্মিথ। শেষ দুই ম্যাচে তাকে দলে জায়গা দিতেই তিনদিনের প্রস্তুতি ম্যাচে ফেরানো হচ্ছে তাকে। ডার্বিশায়ারের বিপক্ষে তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। এই পরীক্ষা পাশ করলেই কেবল ম্যানচেস্টার টেস্টে নামতে পারবেন।

ডার্বিশায়ারের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ:

উসমান খাজা, ক্যামেরন ব্যানক্রফট, অ্যালেক্স ক্যারি, মাক্রাস হ্যারিস, মারনাস লাবুশানে, মিচেল মার্শ, মাইকেল নাসের, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়েড।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘন্টা, আগস্ট ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।