ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার ভারতীয় জামাই হচ্ছেন ম্যাক্সওয়েল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এবার ভারতীয় জামাই হচ্ছেন ম্যাক্সওয়েল! ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

এর আগে অনেক ভিনদেশি ক্রিকেটারই ভারতীয় নারীদের বিয়ে করেছেন। এবার বুঝি সেই পথেই হাঁটতে যাচ্ছেন অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল ভারতে এলে বেশিরভাগ সময়ই এই নারীর সঙ্গে দেখা যায় তাকে। বেশ কিছু দিন থেকেই তারা দুজন আলোচনায় ছিলেন।

কিন্তু সে নারীর পরিচয় জানা যাচ্ছিলো না। অবশেষে সেই নারী নিজেই সব খোলাসা করলেন।

ম্যাক্সওয়েলের ভারতীয় এ প্রেমিকার নাম ভিনি রমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনি নিজেই তাদের ছবি প্রকাশ করেন। সব কিছু ঠিকঠাক থাকলে ভিনিকেই বিয়ে করতে যাচ্ছেন ম্যাক্সি। তবে এখন পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এর আগে পাকিস্তানের শোয়েব মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে, হাসান আলী সামিয়া আরজু নামে এক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন। এছাড়া ২০১৪ সালে মাসুম সিং নামে ভারতীয় এক নারীকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।