ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকের নেতৃত্বে খেলছে লাল-সবুজ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
সাকিব-মুশফিকের নেতৃত্বে খেলছে লাল-সবুজ দল ছবি: শোয়েব মিথুন

প্রস্তুতি ক্যাম্প শেষ। মূল টেস্ট শুরু ৫ সেপ্টেম্বর। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। তবে এই প্রস্তুতি ম্যাচের আগে নিজেদেরও প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যে আয়োজন করা হয়েছে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। 

এই ম্যাচে মুখোমুখি হবে লাল ও সবুজ দুই দল। সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে দুই দলে ভাগ হয়ে মাঠে নামছেন লিটন, সৌম্য, তাইজুল, তাসকিনরা।

সবুজ দলের অধিনায়কত্ব করছেন মুশফিক আর লাল দলের সাকিব।

বাংলাদেশ সময় সকাল ১০টায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে সাকিব আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।  

লাল দলের হয়ে খেলছেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুনরা। অন্যদিকে সবুজ দলে মুশফিকের অধীনে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও তাইজুল ইসলামরা।

আগামী ১-২ সেপ্টেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচে বাংলাদেশ দলে থাকবেন অলরাউন্ডার নাইম ইসলাম, ওপেনার এনামুল হক বিজয়, উইকেটকিপার নুরুল হাসান সোহান এবং সম্ভাবনাময় মিডল অর্ডার আল আমিন জুনিয়র, রেদওয়ান হাসান, সাব্বির হোসেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।