ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বলিউড তারকাদের সঙ্গে গলির ক্রিকেটে শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
বলিউড তারকাদের সঙ্গে গলির ক্রিকেটে শচীন শচীন-বরুন। ছবি: সংগৃহীত

বড় বড় তারকা ক্রিকেটারকেও মাঝে মাঝে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে রাস্তায়-গলিতে শুধু মজা করার জন্যই ক্রিকেট খেলেন। এর আগেও একাধিকবার ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও এমন গলির ক্রিকেট খেলতে দেখা গেছে। আবারও একই কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এলেন তিনি।

এবার অবশ্য তার সঙ্গে ছিলেন বলিউডের একাধিক তারকাও। জাতীয় ক্রীড়া দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে টেন্ডুলকার।

সেখানেই একটি ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে বলিউডের তারকা অভিষেক বচ্চন ও বরুন ধাওয়ানও ক্রিকেট খেলছেন।

ভিডিওটি টুইটারে পোস্ট করে টেন্ডুলকার লেখেন, ‘কাজের সঙ্গে খেলাকে মেশাতে পারা সবসময় ভালো বিষয়। একটি শুটিংয়ের সময় ক্রুদের সঙ্গে দারুণ মজাদার ক্রিকেট খেলা হলো। সবাইকে অবাক করে বরুণ ধাওয়ান ও জুনিয়র বচ্চন বেশ কিছুক্ষণের জন্য যোগ দেয় আমাদের সঙ্গে। ’ নিজে বল করার পাশাপাশি অন্যান্যদেরও বোলিং টিপস দেন মাস্টার ব্লাস্টার।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।