ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল ছবি:সংগৃহীত

পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এমন তথ্য নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন রুবেল। যেখানে দেখা যায় সদ্য জন্ম নেওয়া সন্তান ও তার স্ত্রীকে।

ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু'য়া করবেন।

এর আগে ২০১৬ সালে বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল হোসেন। এই দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।