ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মার্কিন নারীদের ৪৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
মার্কিন নারীদের ৪৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেটারদের বিপক্ষে পঞ্চাশ রানও করতে পারেনি মার্কিন নারীরা। টাইগ্রেসদের বোলিং তোপে ১৯.৫ ওভারে ৪৬ রানেই গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

রোববার (০১ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের আরব্রোথে টসে জিতে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র। কিন্তু নাহিদা আক্তার, জাহানারা আলম ও খাদিজা তুল কুবরার বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেনি কেউ।

মার্কিন নারীদের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন সুগেতা চন্দ্রশেখর। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি।  

নাহিদা ৩.৫ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। জাহানারা ও খাদিজার শিকার দু’টি। বাকি উইকেটটি নিয়েছেন রিতু মনি।  

৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে সালমা খাতুনের দল। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ২.৩ ওভারে বিনা উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সানজিদা ইসলাম (৯) এবং আয়েশা রহমান (৭)।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।