ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ইনিংসে ১১৭ রানেই গুটিয়ে গেছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
প্রথম ইনিংসে ১১৭ রানেই গুটিয়ে গেছে উইন্ডিজ উইকেট উদযাপন করছেন শামি: ছবি-সংগৃহীত

তৃতীয় দিন শুরু করার আগে ভারতের বিপক্ষে ফলোঅন এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৩০ রান। কিন্তু কিংস্টোন টেস্টে ৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ক্যারিবীয়রা তৃতীয় দিন প্রথম ইনিংসে ১১৭ রানেই গুটিয়ে গেছে। সফরকারীদের থেকে এখনো ২৯৯ রান পিছিয়ে আছে জেসন হোল্ডারের দল। 

রোববার (০১ সেপ্টেম্বর) তৃতীয় দিন শুরু করে স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রহীম কর্নওয়েলকে (১৪) হারায় স্বাগতিকরা। ক্যারিবীয়রা তিন অঙ্কের ঘর পার করে জাহমার হ্যামিল্টন (৫) ও কেমার রোচের (১৭) ব্যাটে।

কিন্তু পরপর দুই ওভারে তাদেরকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা ও ঈশান্ত শর্মা।  

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করে।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।