ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহাম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
মোহাম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মোহাম্মদ শামি: ছবি-সংগৃহীত

কলকাতা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে। আগামী ১৫ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে ২৮ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটারকে। জামিনের জন্যও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন তিনি।

২০১৮ সালের শুরুতে শামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহানকে নির্যাতনের অভিযোগ ওঠে। শামি এবং তার ভাই হাসিব আহমেদও এই নির্যাতনের সঙ্গে জড়িত বলে জানান হাসিন।

যারা কিনা ভারতীয় আইনের আইপিসি সেকশন ৪৯৮এ ভঙ্গ করেছেন।  

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলতে ক্যারিবীয় সফরে আছেন শামি। যার ফলে তাকে এই নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে যদি শামি আদালতে আত্মসমর্পণ না করেন তবে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানায় কলকাতা আদালত।  

হাসিনের করা এই অভিযোগের শুনানি ছিল সোমবার (০২ সেপ্টেম্বর)। শুনানিতে কলকাতা আদালত শামি ও হাসিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।