ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে হটিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
কোহলিকে হটিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে স্মিথ স্টিভ স্মিথ ও বিরাট কোহলি/ছবি: সংগৃহীত

ফের টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন স্টিভেন স্মিথ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে আহামরি ফর্ম দেখাতে ব্যর্থ কোহলি নেমে গেছেন দুইয়ে।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টেই জয় তুলে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে ভারত। এই সিরিজ জিতে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে সবচেয়ে সফল ভারতীয় টেস্ট অধিনায়ক এখন কোহলি।

যাই হোক, জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে মুখোমুখি হওয়া প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।  

কোহলির ব্যর্থতাই স্মিথের কপাল খুলে দিয়েছে। চলতি অ্যাশেজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মিথ। প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন অসাধারণ এক জয়। পরের টেস্টের প্রথম ইনিংসেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি। তার টেস্ট ব্যাটিং গড় এখন ৬৩.২০।

২০১৫ সালের ডিসেম্বর থেকেই অবশ্য শীর্ষে ছিলেন স্মিথ। কিন্তু ২০১৮ সালের আগস্টে নিউল্যান্ডস টেস্টে বল টেম্পারিং কাণ্ডে তাকে নিষিদ্ধ করা হয়, এরপর ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি। ফলে জায়গাটা কোহলির দখলে যলে যায়। কোহলির সামনে স্মিথকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ আসবে দুই মাস পরেই। ঘরের মাটিতে ২ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত।

স্মিথের রেটিং পয়েন্ট এখন ৯০৪। এক রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে ভারতীয় অধিনায়ক কোহলি। ৮৭৮ পয়েন্ট নিয়ে আগের মতোই তিনে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শীর্ষ দশে দীর্ঘদিন পর জায়গা ফিরে পেয়েছেন আজিঙ্কা রাহানে। চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন সপ্তম স্থানে।  

অন্যদিকে ৪০ ধাপ এগিয়েছেন ভারতের ‘নতুন আবিষ্কার’ ও অভিষেক ডাবল সেঞ্চুরি হাঁকানো হনুমা বিহারী। মাত্র ৬ টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েই ৩০তম স্থানে জায়গা পেয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।

এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন জসপ্রীত বুমরাহ ও জেসন হোল্ডার। প্যাট কামিন্স ও কাগিসো রাবাদার পরেই তাদের দুজনের অবস্থান। তবে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে দুর্দান্ত বোলিং করেও বোলারদের তালিকায় নবম স্থানে নেমে গেছেন উইন্ডিজ পেসার কেমার রোচ।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।