ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

১০ রানেই ৫ উইকেট ফেলার আশা তাইজুলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
১০ রানেই ৫ উইকেট ফেলার আশা তাইজুলের তাইজুল/ফাইল ছবি

প্রথমে রহমত শাহ’র ইতিহাস গড়া সেঞ্চুরি। এরপর আসগর আফগানের সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস মিলিয়ে দিনটা আফগানিস্তানের। অথচ ৭৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি ছিল বাংলাদেশের অনুকূলে। এই অগ্রগতিটা ধরে রাখতে ব্যর্থ হয় স্বাগতিকরা। যদিও তাইজুলের দৃষ্টিতে বাংলাদেশ এখনও সুবিধাজনক অবস্থানে আছে। তার আশা আফগানদের বাকি উইকেটগুলো কাল সকালেই তুলে নিতে পারবেন বোলাররা।

শেষ পর্যন্ত প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে এই রান পাহাড় ছোঁয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

কিন্তু এই রানও বেশি মনে হচ্ছে না টাইগার স্পিনার তাইজুল ইসলামের কাছে। দিন শেষ অকপটে বললেন, ‘বোলাররা ভালো বল করেছে। আমার মনে হয় রানটা কমই হয়েছে। আমরা এখনও ঠিক জায়গায় আছি। এমন উইকেটে একদম খারাপ হয়েছে বলব না। ’

বোলিংয়ে তাইজুলের দিনটা অবশ্য দুর্দান্ত কেটেছে। সাকিব আল হাসানের একটা রেকর্ড ভেঙেছেন তিনি। বাংলাদশের জার্সিতে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের দখলে। ১০০ উইকেট নিতে সাকিব খেলেছিলেন ২৮টি টেস্ট। অন্যদিকে তাইজুল ২৫তম টেস্টে এসে এই কীর্তি ছুঁলেন।

নিজে বল হাতে ভালো একটা দিন কাটালেও উইকেট নিয়ে কিছুটা অসন্তোষ দেখা গেল তাজুলের কণ্ঠে, ‘যদি উইকেট মাঝে মাঝে টার্ন করত কিংবা মাঝে মাঝে সোজা যেত-এমনটা হলে উইকেটের সংখ্যা আরও বেশি থাকত। কিন্তু এই উইকেটে বল একই রকম হচ্ছে। ফলে ওদের (আফগানিস্তানের) মুখস্থ হয়ে গেছে। ’

এমন উইকেটে বড় সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। তবে তাইজুলের বিশ্বাস কাল সকালে আফগানদের দ্রুতই গুটিয়ে দিতে পারবেন, ‘কাল যদি ১০ রানে ৫ উইকেট ফেলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। এটা অস্বাভাবিক নয়। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।