ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে সাকিবের জন্য ফুল নিয়ে এলেন ভক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
মাঠে সাকিবের জন্য ফুল নিয়ে এলেন ভক্ত ছবি:সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আর দিনের ১১তম ওভারে প্রথম বল করতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ওভারের তৃতীয় বল করার পরই অন্যরকম এক অভিজ্ঞতা হলো সাকিবের। মাঠে এক দর্শক ঢুকে তাকে ফুলের তোড়া উপহার দিলেন!

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

তাইজুল ইসলাম ও মেদেহি হাসান ১০ ওভার শেষ করার পর বোলিংয়ে আসেন সাকিব।

এমন সময় তার ওভারের মাঝে সেই ভক্ত ফুল নিয়ে হাজির। সাকিবকে হাঁটু গেড়ে বসে ফুল দেন তিনি। স্যালুটও করেন। তবে কিছুক্ষণ পরেই নিরাপত্তা কর্মীরা সেই সমর্থককে টেনে মাঠ থেকে বের করে দেন।

এর আগে এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এক ওয়ানডে ম্যাচে সমর্থক ঢুকে ম্যাশের সঙ্গে আলিঙ্গন করেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।