ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের শুরুতেই সাকিবের জোড়া আঘাত  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
আফগানদের শুরুতেই সাকিবের জোড়া আঘাত   সাকিব আল হাসান: ছবি-সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানদের বিপক্ষে শুরুতে জোড়া আঘাত হেনেছেন সাকিব আল হাসান। প্রথম ওভার করতে এসেই ইহসানউল্লাহ (৪) ও রহমত শাহকে (০) ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করেছে আফগানরা। সফরকারীরা লিড নিয়েছে ১৪২ রানের।

প্রথম ইনিংসে আফগানিস্তান করে ৩৪২ রান।  

এর আগে শেষ ব্যাটসম্যান হিসেবে আসা নাঈম হাসানের কল্যাণে প্রথম ইনিংসে দুইশ’ পেরোনো সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু রশিদ খানের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে তিনি ফিরলে ২০৫ রানেই থেমে যায় টাইগাররা।  

তৃতীয় দিনের শুরুতে মোহাম্মদ নবীর তৃতীয় বলে বোল্ড হোন তাইজুল ইসলাম। আগের দিনের ১৪ রান নিয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে সঙ্গী না পাওয়ায় ফিফটি হয়নি আগের দিনের মোসাদ্দেক হোসেন সৈকতের। অপরাজিত ৪৮ রান নিয়ে ফিরতে হয় তাকে।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।