ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিজ্ঞতা ও হোম কন্ডিশন কাজে লাগাতে পারিনি: ফারুক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
অভিজ্ঞতা ও হোম কন্ডিশন কাজে লাগাতে পারিনি: ফারুক ফারুক আহমেদ:ছবি-সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে টাইগারদের ১৯ বছরের ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয় এটি। মাত্র তিন নম্বর টেস্ট খেলতে নামা আফগানদের বিপক্ষে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল। আফগানদের বিপক্ষে এমন পরাজয় মেনে নেওয়াটা কঠিন।

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ মনে করেন হোম কন্ডিশন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা তো ভালো ক্রিকেট খেলতে পারছি না।

আমরা পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি নি। আমাদের কেমন উইকেটে খেলা দরকার ছিল, এরকম স্পিনিং উইকেটে খেলল কেন এটা আমার বোধগম্য হয়নি। এমন একটা উইকেটে খেলা উচিৎ ছিল যেখানে স্পিন হবে না। আমরা তো ওদের (আফগানিস্তান) সুবিধাতে খেলেছি। আমরা হোম সুবিধা নিতে পারি নি। ’
 
ফারুকের মতে ব্যাটসম্যানরা তাদের অভিজ্ঞতা কাজে লাগোতে পারেনি। সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘আমরা যতোই বলি না কেন আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনটা ভালো ছিলনা। ক্রিকেটে যখন যে ফর্মে থাকে তখন তাকে দায়িত্ব নিতে হয়। প্রথম ইনিংসে লিটন-মুমিনুল রান পেয়েছিল কিন্তু তাদের আউট হওয়ার ধরনটা দেখলেও খারাপ লাগে।

ভারতের বিপক্ষে অসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন ফারুক আহমেদ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।