ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ডাক পেলেন সাব্বির-সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
প্রস্তুতি ম্যাচে ডাক পেলেন সাব্বির-সাইফউদ্দিন সাইফউদ্দীন: ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে দলে থাকা সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও রয়েছেন আফিফ হোসাইন ও পেসার ইয়াসিন আরাফাত মিশু।

ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সাইফ হাসান, মোহাম্মদ নাঈম ও সাব্বির হোসেন। তবে এই দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

 পেস আক্রমণের দায়িত্বে সাইফ-ইয়াসিনের সঙ্গে রয়েছেন দুই তরুণ পেসার সুমন খান ও শফিকুল ইসলাম।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি।

বিসিবি একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।