ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মন খুলে খেলতে গিয়ে বিপাকে মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
মন খুলে খেলতে গিয়ে বিপাকে মোসাদ্দেক মোসাদ্দেক হোসেন-ছবি: শোয়েব মিথুন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পরাজটা হয়তো বাংলাদেশের ক্রিকেটারদের অনেক দিন ভোগাবে। ক্রিকেটাররা মানসিক চাপ অনুভব করবে সব সময়। কিন্তু সেই ব্যর্থতা ভুলেই এখন প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন করেছে তারা।

অনুশীলন শেষে সাংবাদিকদের সাখে কখা বলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আফগান টেস্টে প্রথম ইনিংসে ভালো করলেও দ্বিতীয় ইনিংসে টপঅর্ডারে নেমে আত্মঘাতি শট খেলে আউট হন।

তার এমন আউট নিয়ে বেশ সমালোচনা হয়। যেখানে দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, আমাদের খেলোয়াড়রা মন খুলে খেলতে পারছে না।

তবে মোসাদ্দেক জানান নিজের মন খুলে খেলতে গিয়েই আফগানিস্তানের বিপক্ষে এমন হয়েছে। মোসাদ্দেক বলেন, ‘বিষয়টা এমন হয়ে গেছে, মন খুলে খেলতে গিয়ে আমি আউট হয়েছি। ফলে এটা নিয়েও আমাকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তাই আমি এখন কোন দিকে যাবো আমি নিজেও বুঝে উঠছি না। হ্যাঁ সামনে টি-টোয়েন্টি আছে, আমি মনে করি আমাদের সেখানেই মনোযোগ দেওয়া উচিৎ। আর একটা ম্যাচ জিতেই মোমেন্টামটা আমাদের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ’

টেস্টে ব্যর্থতা ভুলে টাইগাররা টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে কতখানি প্রস্তুত সেই বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে যদি আমরা চিন্তা করি কামব্যাক করাটা টাফ তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। কারণ ফরম্যাটটা পুরোপুরি আলাদা। এখন সবাই টি-টোয়েন্টি নিয়েই চিন্তা করছে। আর এগুলো থেকে আমরা এখন সবচেয়ে বেশি চিন্তা করছি একটা ম্যাচ জেতার। একটা ম্যাচ জিতলেই হয়তো সবকিছু পাল্টে যাবে। ’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই ত্রিদেশীয় টি-টোয়েন্টিতেও কি আফগানিস্তান ফেভারিট কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে এখন বেটার সাইড নিয়ে চিন্তা করতে গেলে আমরা খেলতেই পারবো না। আগে যখন আমরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যেতাম তখন অনেক প্রশ্নবিদ্ধ হতে হতো। এই কনফিউশন গুলো এখন আর নাই। এখন সবাই জানে আমরা সবার বিপক্ষে জিততে পারি। সুতরাং একটা ম্যাচ আমরা হেরেছি, এটা অবশ্যই হতাশার। তবে যতদ্রুত সম্ভব আমরা একটা ম্যাচ জিতে ওভারকাম করতে চাই। ’

আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।