ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে এমনটা হতেই পারে: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ক্রিকেটে এমনটা হতেই পারে: পাপন নাজমুল হাসান পাপন-ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় দুই দশকের কাছাকাছি সময় অতিবাহিত হয়েছে। অন্যদিকে আফগানিস্তান টেস্ট মর্যাদা পেয়েছে প্রায় এক বছর হলো। অভিজ্ঞতার দিক দিয়ে বিবেচনা করলে দুই দলের পার্থক্যের ব্যবধান অনেক কিংবা বিশাল বললেও ভুল হবে না। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট বাংলাদেশ হেরেছে ২২৪ রানের বিশাল ব্যবধানে।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনো কিছু হতেই পারে।

কিন্তু ২২৪ রানে পরাজয় যদি ক্রিকেটে হতেই পারে হয়, তবে টেস্ট ক্রিকেটটা বাংলাদেশকে কি নতুন করে শিখতে হবে না? এমন প্রশ্ন করাটা হয়তো যুক্তিসঙ্গতই হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন ক্রিকেটে এমন হতেই পারে। বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘আমি মনে করি এটা আমাদের আসল চিত্র না। আমাদের দলে এখন তামিম নেই, কিন্তু সাকিব, মুশফিক, রিয়াদদের মতো ক্রিকেটার রয়েছে। এই মুশফিকই আমাদের সেরা ব্যাটম্যান। আমার দেখা বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। তামিম বাংলাদেশের সেরা ওপেনার। সাকিব বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এই বিশ্বকাপেও (সাকিব) সেরা খেলোয়াড় ছিল আমার কাছে। রিয়াদ অসাধারণ ক্রিকেটার। অনেক ম্যাচ সে জিতিয়েছে। এরা কেউ শেষ হয়ে যায়নি। অফ ফর্ম তো থাকতেই পারে। ’

তবে সাকিব-তামিদের বিকল্প কোনো ক্রিকটার এখনো খুঁজে পায়নি বাংলাদেশ। বিসিবি সভাপতি মনে করেন তাদের বিকল্প খোঁজার সময় এখনো আসেনি। তিনি বলেন, ‘এদরকে এখনো বাদ দিয়ে নতুন খেলোয়াড় অানতে হবে এমন চিন্তা এখন করছি না, এটা মাথাতেই আনি না। অনেকে হয়তো ভাবে তারা শেষ হয়ে গেছে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এরা বিশ্বের যেকোনো বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করতে পারে। আমার ধারাণা ছিল মুশফিক এই টেস্টে সেঞ্চুরি করবে। কিন্তু হয়নি, এটা কোনো ব্যাপার না। এদের সাথে লিটন, সৌম্য, সাব্বিরের মতো খেলোয়াড়রা তো আছেই। এরা টি-টোয়েন্টতে যে কোনো বোলারকে তুলোধুনো করে দিতে পারে ওদের সেই সক্ষমতা রয়েছে। মোস্তাফিজের কথাতো না বললেই নয়। ’

পাপন অারও মনে করেন এই অভিজ্ঞরা এখনো বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর। পাপন বলেন, ‘আমাদের মূলশক্তি এবং ম্যাচ উইনার তামিম, সাকিব মুশফিক, রিয়াদ। মাশরাফি যাকে নিয়ে সোস্যাল মিডিয়াতে এত কথা হয়, মাশরাফি তো কম ম্যাচ জেতায়নি। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এসেছে অসাধারণ খেলেছে সে। আর বিশ্বকাপে খারাপ করেছে বলে কিনা কি হয়ে গেছে। আমাদের এই দল এখনো বিশ্বের যে কোনো দলকে হারানো মতো ক্ষমতা রাখে এই বিশ্বাস এখনো আছে আমার। ’

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।