ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মার্শ-কামিন্সদের সামনে লড়ছেন বাটলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
মার্শ-কামিন্সদের সামনে লড়ছেন বাটলার শট খেলার পথে বাটলার: ছবি-সংগৃহীত

অ্যাশেজে সমতায় ফিরতে হলে পঞ্চম বা শেষ টেস্টে জয় পেতে হবে ইংল্যান্ডকে। কিন্তু চতু্র্থ টেস্টের মতো এবারও ব্যাটিংয়ে নেমে ধুঁকছে স্বাগতিকরা। 

অস্ট্রেলিয়ান পেসারদের সামনে অসহায় ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭১ রান করে প্রথম দিন শেষ করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লন্ডনের কেনিংটন ওভালে অ্যাশেজের শেষ ম্যাচে টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় অজিরা।

 

দলীয় ২৭ রানে জো ডেনলিকে (১৪) হারানোর পর দারুণ এক জুটি গড়েছিলেন রোরি বার্নস ও জো রুট। তাদের ৭৬ রানের জুটি ভাঙেন জস হ্যাজলউড। ফিফটি থেকে ৩ রান দূরে থাকতে সাজঘরে ফিরেন বার্নস। পার্টনারকে হারিয়ে ফিরে যান রুটও (৫৭)।  

এরপর ভাল শুরু করলেও দাঁড়াতে পারেননি বেন স্টোকস (২০) ও জনি বেয়ারস্টো (২২)। দু’জনকে ফেরান মিচেল মার্শ। সতীর্থরা ব্যর্থ হলেও ইংল্যান্ডের স্কোরবোর্ড সচল রাখেন জস বাটলার। তিনি এক প্রান্ত আগলে রাখলেও স্যাম কারেন (১৫), ক্রিস ওকসদের (২) বেশিক্ষণ টিকতে দেননি মার্শ।  

স্কোরটা বড় করার জন্য ইংলিশদের ভরসা এখন বাটলারই (৬৪)। জ্যাক লিচকে (১০) নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি।  

অজি বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন মার্শ। দু’টি করে উইকেট শিকার করেছন হ্যাজলউড ও প্যাট কামিন্স।  

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ইউবি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।