ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আর্চারের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আর্চারের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের লিড ছবি:সংগৃহীত

জোফরা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে দু’দলের প্রথম ইনিংস শেষে লিড পেয়েছে ইংল্যান্ড। এই সিরিজে অসাধারণ খেলা স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। তবে আর্চার ও স্যাম কারেনের গতির কাছে হার মানেন অন্য ব্যাটসম্যানরা। ফলে ৭৮ রানের লিড পায় ইংলিশরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আর্চারের ভয়ঙ্কর গতির কাছে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে ব্যতিক্রম ছিলেন সেই স্মিথ।

ক্রিস ওকসের বলে আউট হওয়ার আগে তিনি ১৪৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৮০ রান করেন। এছাড়া মার্নাস লাবুশানের ব্যাট থেকে আসে ৪৮ রান। শেষে ২২৫ রানে থামে অজিদের ইনিংস।

আর্চার ২৩.৫ ওভার বল করে ৬২ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। স্যাম কারেন মান তিনটি উইকেট।

পরে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে বিনা উইকেটে ৯ রান করে মাঠ ছাড়ে।

এর আগে ২৭১ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিন প্রথম ইনিংসে আর মাত্র ২৩ রান যোগ করতে পারে (২৯৪)। ৭০ রান করে বিদায় নেন জস বাটলার।

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ৫ উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।